শ্রীমঙ্গলে সমাজকল্যান মন্ত্রনালয়ের অন্তর্গত জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে চা-শ্রমিকদেরকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ কর্মসুচির উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসুচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী।
প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলার ৪১ টি চা-বাগানের ৬১৬ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে এককালীন ৩০ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
বাবু/ এনবি