শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আখাউড়ায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বাষির্কী পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:০১ PM আপডেট: ২০.০৩.২০২৩ ৩:০৬ PM
ব্রাহ্মণনবাড়িয়ার আখাউড়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দায়িত্বশীলতার ৫ম বর্ষে পর্দাপন এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে আখাউড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবাষির্কীর আনুষ্ঠানিকতা পালন করা হয়।
 
আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো:সাইফুল ইসলামের সভাপতিত্বে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আখাউড়া প্রতিনিধি মো: জালাল হোসেন মামুনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলে উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা, তাপস কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি আব্দুল মুমিন বাবুল, কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক দিনকালের আখাউড়া প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনে আখাউড়া প্রতিনিধি, মহিউদ্দিন মিশু, দৈনিক ইত্তেফাকের আখাউড়া  প্রতিনিধ ফজলে রাব্বি, বিজয় টিভির আখাউড়া প্রতিনিধ, মো: আশরাফুল মামুন, দৈনিক আমাদের সময়ের আখাউড়া প্রতিনিধ মো:তাজবীর আহম্মেদ, এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবির, দৈনিক আমাদের নতুন সময়ের আখাউড়া  প্রতিনিধি, মো:হাসান মাহমুদ পারভেজ, জিটিভির আখাউড়া প্রতিনিধি, মোঃ জুনায়েদ আহমেদ, দৈনিক করুলিয়ার আখাউড়া প্রতিনিধি, মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রুপান্তর স্বল্প সময়ের মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। এ পত্রিকার নিউজ, প্রিন্টিং কোয়ালিটি এবং মেকাপ বেশ ভালো পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদন ইতিমধ্যে বেশ সারা ফেলেছে। বক্তারা দেশে রূপান্তরের উত্তরোত্তর সফালতা কামনা করেন। 

পরে উপস্থিত অতিথিরা কেক কেটে দেশ রূপান্তরের পঞ্চম বর্ষে পর্দাপণ উদযাপন করেন।

বাবু/ এনবি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত