নীলফামারীর ডোমারে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডোমার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি উদয়ন পাড়া গ্রামে নিজ বসত বাড়িতে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আব্দুল গফুরের ছেলে আনারুল ইসলাম। এসময় পরিবার গুলোর মধ্যে মৃত আজিজার রহমানের ছেলে নুর ইসলাম, জমির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম, মৃত তছির উদ্দিনের স্ত্রী রহিমা বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার প্রতিবেশী মৃত হুচেন আলীর ছেলে আলম, আব্দুল বাতেন ও আব্দুল হালিম, মৃত সাবদুল মামুদের ছেলে হবিবর রহমান, মৃত নাছির উদ্দিনের ছেলে মিন্টু মিয়া, নাজিম উদ্দিনের ছেলে নুরনবী, নুরবক্ত ও নুর মোহাম্মদ, আলমের ছেলে রহমতুল্লাহ, আব্দুল বাতেনের ছেলে জাহিনুর ইসলাম, মো.আলীর ছেলে নাজিম উদ্দিনগণ দীর্ঘদিন যাবত আমার পরিবারের প্রতি বিভিন্ন রকম অন্যায় অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তারা বর্বর ও দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় আইন আদালত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা নির্বাচিত জন প্রতিনিধিদের কোনরুপ তোয়াক্কা করে না। আমি আমার পরিবার এবং প্রতিবেশিগণ তাদের কর্মকাণ্ডে অতিষ্ট।
২০১১ সালের ১১ মে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেন। দীর্ঘ সময় ধরে মামলা চলার পর মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দেন। পরবর্তীতে তারা আরো একটি মিথ্যা মামলা দায়ের করে আমাদেরকে হয়রানি করে আসছে। এছাড়াও গত ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ডোমার পৌরসভায় সামছুল হক দিগং এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পরবর্তীতে ২০২০ সালের ১৬ মার্চ ডোমার থানায় আপোষ মিমাংসায় সহি স্বাক্ষর করে আবারো অস্বীকার করে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে ফলে ডোমার থানার এসআই বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন।
তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে মামলা মোকদ্দমা করে আমাদেরকে হয়রানি করে আসছে। তাদের অত্যাচার ও হয়রানি মূলক কর্মকাণ্ডে আমরা অতিষ্ট। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।
বাবু/ এনবি