কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আবদুর রশিদ নামের একজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। নিহত রশিদ উখিয়ার কুতুপালং ৮ নম্বর ক্যাম্পের আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি। ওসি বলেন, সকাল ৮টার দিকে ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ব্লকে কিছু সন্ত্রাসী স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবু/জেএম