সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে ভর্তুকি মূল্যে কমদামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, ইউপি সদস্য জসিম উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল।
মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী সারাদেশ ব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপণ্য সামগ্রী বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় মতিগঞ্জ ইউনিয়নে টিসিবির নিত্যপণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।মতিগঞ্জ ইউনিয়নে ১৫-১৬মার্চ টিসিবি পণ্য বিক্রি করা হবে।
তিনি আরো বলেন ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে ইউনিয়নের ৯৮১ পরিবার টিসিবির পণ্য পাবে। একজন ভোক্তা ৪৭০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ঢাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ক্রয় করতে পারবেন।
বাবু/ এনবি