নীলফামারীর ডোমারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ মার্চ) ভোররাতে উপজেলার ডোমার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড খামাতপাড়া গ্রামের মফিজ উল্লাহর ছেলে ফয়েজ উদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে পরিবারের ৪টি ঘর, ৪টি গরু, ধান, চাল ও নগদ টাকা পুড়ে গেছে। এ সময় গরু বাঁচাতে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় মাথায় ও হাতে আগুন পড়ে আহত হয়েছে বাড়ির মালিক ফয়েজ উদ্দিন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ফয়েজ উদ্দিনের ছেলে গোলাপ হোসেন জানান, বুধবার ভোরে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়াল ঘরে থাকা ৪টি বিদেশী জাতের গরু আগুনে পুড়ে মারা যায়। আগুনে বাড়ির ৪টি ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান, চালসহ সব মালামাল পুড়ে যায়। এ সময় আমার বাবা গরু বাঁচাতে গোয়াল ঘরে ঢুকলে মাথায় ও হাতে আগুন পড়ে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশন ওয়ার হাউজ ইন্সপেক্টর সায়েদ মো:ইমরান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাবু/এনবি