শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
শনিবার ১৬ আগস্ট ২০২৫
জানাজা পড়িয়ে ফেরার পথে শিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৫:৪৮ PM আপডেট: ১৫.০৩.২০২৩ ৬:৩৫ PM
বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাওলানা আবদুস সাত্তার বরগুনা সদর উপজেলার বড়মিয়া হাটখোলা এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের একটি মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন মাওলানা আবদুস সত্তার। নিজেই মৃতের জানাজা পড়ান। এরপর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে একটি তেলবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে। এই ট্রাকের চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইমামের   মৃত্যু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত