বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন মণ্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি উপজেলা সভাপতি কুতুব উদ্দিন, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক সুদাম পাল, ইউনিয়ন সভাপতি এইচএম জাকির হোসেন, সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন, সুব্রত পাল প্রমুখ। শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাবু/জেএম