শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
এবার ৩ গভর্নরকে অব্যাহতি দিলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৭:২২ PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির তিনজন গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এমন উদ্যোগ নিলেন তিনি। যদিও এর কোনো কারণ জানানো হয়নি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার ইউক্রেনের পার্লামেন্টে দেশটির সরকারের একজন প্রতিনিধি ঘোষণা করেছেন যে, তিনটি অঞ্চলের গভর্নরদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

টেলিগ্রামের এক পোস্টে ভারখোভনা রাদায় (ইউক্রেনের পার্লামেন্ট) মন্ত্রিসভার প্রতিনিধি তারাস মেলনিচুক বলেন, লুহানস্ক, ওডেসা এবং খমেলনিটস্কি অঞ্চলের গভর্নরদের বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্যোগে তিন গভর্নরকে অপসারণ করা হয়েছে। তিনি (জেলেনস্কি) সিদ্ধান্ত নিয়েছেন এবং সরকার তার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

তবে রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের অস্তিত্বের লড়াই চলছে, তখন হঠাৎ করে একসঙ্গে তিন তিনজন গভর্নরকে বরখাস্ত করার বিষয়ে জেলেনস্কি সরকারের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে বলেছেন, আজ বুধবার সকালে খারকিভের একটি এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানে একটি স্কুল ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাবু/এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অব্যাহতি   জেলেনস্কি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত