মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কক্সবাজারে ইয়াবা মামলায় ৩ জনের যাবজ্জীবন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:১২ PM
দেশের ইতিহাসের সর্ববৃহৎ কক্সবাজারে ১৪ লক্ষ ইয়াবা উদ্ধার এবং ইয়াবা বিক্রির ১ কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ নগদ টাকা উদ্ধারের মামলায় প্রধান অভিযুক্ত জহিরুল ইসলাম ফারুকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা। এসময় একজনকে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়েরা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দিলীপ কুমার ধর।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন, নজরুল ইসলাম এর পুত্র জহুরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭), মোজাফফর আহমদ এর পুত্র নুরুল আলম প্রকাশ বাবু (৫৫), আবুল হোসেনের পুত্র আবুল কালাম (৫০)। পাশাপাশি ফারুক এবং বাবুকে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং আবুল কালামকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাথে আবুল কালাম এর পুত্র শেখ আবদুল্লাহ (১৯)কে খালাস দেয় আদালত।

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দিলীপ কুমার ধর জানান, ৪ আসামির সকলের বাড়ি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছটায়। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

অপর আসামি রোহিঙ্গা ছৈয়দ আলম পলাতক আছেন। সে কক্সবাজারের টেকনাফের মোছনী রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এপিপি এড দিলীপ কুমার ধর এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. ছৈয়দ আলম, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক প্রমুখ মামলাটি পরিচালনা করেন।

তৎক্ষালিন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি এবং বর্তমানে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের জানান, হঠাৎ আমাদের কাছে গোপন সংবাদ আসে সাগর পথে ইয়াবা যাচ্ছে। তখন আমরা তৎকালীন জেলার এসপি হাসানুজ্জামানকে অবগত করি।

ওসি শেখ মোহাম্মদ আলি জানান, এসপির নির্দেশনায় আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে সারারাত অভিযান পরিচালনা কার। এবং পরের দিন বিকেল ৩টায় আমরা ১৪ লক্ষ ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১ কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ নগদ টাকা উদ্ধার করি৷

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কক্সবাজার সদর থানার এসআই এস.এম শাকিল হাসান ২০২২ সালের ১২ ডিসেম্বর ৩২ জনকে সাক্ষী করে আমলী আদালতে মামলাটির চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালতে চার্জশীট দাখিলের পর চলতি বছরের ২২ জানুয়ারি মামলাটি বিচারের জন্য কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে রোববার চার্জ গঠন (অভিযোগ) করা হয়।

মামলাটির ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষে সাক্ষীদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট যাচাই, আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্কসহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য্য করা হয়। রায় ঘোষণার দিনে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মামলাটির উপরোক্ত রায় ঘোষণা করেন।

মামলাটি চার্জ গঠনের মাত্র ৫২ দিন পর বিচারের সকল ধাপ সম্পন্ন করে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত