রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ঘোড়াঘাটে স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭:৩৩ PM আপডেট: ২০.০৩.২০২৩ ৩:০৬ PM
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(এসসিএইচ-সার্ভিসেস) ও লাইন (এমসি-আরএএইচ),এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, ডাইরেক্টর ডাঃ মোঃ মাহমুদুর রহমান।

দিনাজপুর সহকারী পরিচালকে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ মোঃরেজাউল হক।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন,ঘোড়াঘাট পৌর মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃএখলাস হোসেন সরকার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃমোঃ মাহমুদুল হাসান, স্থানীয় সরকার, দিনাজপুর জেলা উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, দিনাজপুর জেলা হাস পাতালের সহকারী পরিচালক (সিসি) ডাঃ খাদিজা নাহিদ ইভা, ঘোড়াঘাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভূট্ট, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মোঃসদের আলী খন্দকার,সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃসাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ প্রমুখ।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে-২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিত করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডাঃআ.ন.ম মোস্তাফা কামাল মজুমদার ।

কর্মশালায়  দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভা এবং ইউয়িন স্বাস্থ্য কেন্দ্রের  সকল কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কর্মশালা   অনুষ্ঠিত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত