ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের সাদ্দাতা বিলের ধান ক্ষেত থেকে বুধবার রাতে হাফিজ উদ্দিন খাঁন ওরফে হাবিখান (৭০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পাগলা থানার পুলিশ। সে ওই এলাকার এবাদত খাঁর ছেলে।
জানা যায়, নিহত হাফিজ উদ্দিন খাঁন প্রতিদিনের মত বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে প্লাস্টিকের বস্তাসহ তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাদ্দাতা বিলে গরুর জন্য ঘাস কাটতে যাযন। পরবর্তীতে সন্ধ্যার দিকে বিলের উত্তর পাশে ময়েজ উদ্দিনের ধানক্ষেতের আইলের উপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পাগলা থানা পুলিশে খবর দেয়।পরে অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন ও পাগলা থানার ওসি রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এস আই নোমান খান মৃতের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে ।
বাবু/ এনবি