সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭:৫৫ PM

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তে উদ্ধার হওয়া প্রায় সাড়ে ৫৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৩ বিজিবি ব্যাটেলিয়ন ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ফেন্সিডিল ১ লাখ ২১ হাজার ৫৯৫ বোতল, গাঁজা  ৪০৭ কেজি, হেরোইন ১৫৩ কেজি, ইয়াবা ট্যাবলেট ৬ লাখ ৪৩ হাজার ৪৩৭ পিস, বিদেশি মদ ২ হাজার ৩২১ বোতল, দেশি মদ ১ হাজার ৭৪৫ লিটার, মদ তৈরির উপকরণ ১৪০ লিটার, অনাগ্রা ট্যাবলেট ১৯৮ পিস, স্যানাগ্রা ট্যাবলেট ৬৪ পিস, ভায়াগ্রা ট্যাবলেট ১ হাজার ৮৫০ পিচ, পাতার বিড়ি ২ লাখ ৮ হাজার ৩৭৮ প্যাকেট, বিড়ির পাতার গুড়া ৯০৫ কেজি, বিড়ির মশলা ৭৮৩ কেজি, বিড়ির পাতা ১ হাজার ৩৫৩ কেজি, নেশাজাতীয় সিরাপ ৫০৫ বোতল, নেশাজাতীয় ইনজেকশন ৮হাজার ৬৩৪ টি ও তামাক পাতা ২২১ কেজি। এসব মাদক ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধার করা হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর সেক্টরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লফিত খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান, র‌্যাব-৫ এর সহকারী অধিনয়াক রুহ ফি তৌকির আহমেদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীর প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে আরও সম্প্রসারিত করছে। আমাদের সবার লক্ষ্য থাকবে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদকদ্রব্য   ধ্বংস   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত