বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ছাত্রাবাসে শিক্ষার্থী নির্যাতন : ছাত্রলীগের ৭ জন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:০৯ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সাত ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বহিষ্কৃতদের মধ্যে- ৫৯ তম ব্যাচের অভিজিৎ দাশকে তিন বছর এবং ৫৯ তম ব্যাচের মো. রিয়াজুল ইসলাম জয়, ৬২ তম ব্যাচের সাজু দাশ ও একই ব্যাচের সৌরভ দেব নাথকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া ৬২ তম ব্যাচের মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও মো. ইব্রাহিম খলিল সাকিবকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আদেশে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জানা যায়- বহিষ্কৃতদের কারণে কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা সংঘবদ্ধভাবে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে। ২০২১ সালের ২৯ ও ৩০ অক্টোবর তারা ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তারপরও তারা পুনরায় ৮ ফেব্রুয়ারি আবার ঘটনা করেছে। এ কারণে তাদের বহিষ্কার করা হয়।

আদেশে বহিষ্কৃত সাত শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একইসঙ্গে সাত শিক্ষার্থীর অভিভাবককে ডেকে বিষয়টি অবহিত করার জন্য বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, ৮ ফেব্রুয়ারির ছাত্রাবাসে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা প্রতিবেদন জমা দিয়েছে। আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রাবাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। কঠোর ব্যবস্থার মাধ্যমে সংঘাত সৃষ্টিকারীদের দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চমেকের কয়েকজন চিকিৎসক ঢাকা পোস্টকে জানিয়েছেন, প্রশাসন যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কারের পাশাপাশি এখন অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় মামলা করা উচিত হবে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে চমেকের প্রধান ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন- চমেকের ৬২তম ব্যাচের ছাত্র এম এ রাইয়ান, মোবাশ্বির হোসাইন শুভ্র, জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেন। আহতদের মধ্যে জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউতে) ভর্তি করা হয়েছিল। এছাড়া আহত এমএ রাইয়ান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শুভ্রকে নারায়ণগঞ্জে একজন অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার দিন রাতে ভুক্তভোগী চার শিক্ষার্থীকে চমেক প্রধান ছাত্রাবাসের তৃতীয় তলার একটি 'টর্চার সেলে' রাখা হয়। সেখানে অভিযুক্তরা লাঠি এবং প্লাস্টিকের পাইপ দিয়ে ভুক্তভোগীদের বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে রাইয়ান গুরুতর আহত হন। পরদিন ভোর ৬টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার ছাত্রাবাসে নিয়ে আসা হয়। পরে এদিন সন্ধ্যায় জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে চমেক কর্তৃপক্ষ।

এর আগে নির্যাতনের শিকার এম এ রাইয়ান ও মোবাশ্বির হোসাইন শুভ্রকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে হামলার ঘটনায় আজ (বৃহস্পতিবার) সাতজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা চমেক ক্যাম্পাসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে ২০২১ সালের ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনে চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ৩০ অক্টোবর প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন মাহাদি আকিব। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর অপারেশন করে তার মাথার হাড়ের একটা অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। সে সময় এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিক্ষার্থী   নির্যাতন   ছাত্রলীগ   বহিষ্কার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত