টাঙ্গাইলের ভূঞাপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এতিম শিশুদের সাথে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া প্রমুখ। এসময় সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণে বক্তারা অলোচনা করেন।
বাবু/ এনবি