"স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন"এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা হয়। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কুতুবউদ্দিন মোল্যা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান, তার আদর্শ ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। এসময় বিভন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, আলেমগণ উপস্থিত ছিলেন।
এরআগে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা হয়।
বাবু/ এনবি