নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে পানিতে ডুবে মোঃবাইজিদ মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোঃস্বপন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে মারা যায় বায়জিদ।
পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারুয়ায়ার জাহান কাওসার বলেন, নওপাড়া গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে মোঃবাইজিদ মিয়া যার বয়স আনুমানিক ৭ বছর, বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনবলেন, নওপাড়া গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে মোঃ বাইজিদ মিয়া বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপার কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাবু/ এনবি