‘‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’’প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সহযোগীতায় দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা, পৌর ও পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৯ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ র্যালী কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, থানার ওসি মো. আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এদিকে, একই প্রতিপাদ্যে দিবসটি উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আয়োজনে উপজেলার বালীগাঁও মডেল সরকারী বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাবু/ এনবি