আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে চার বছরের কাজের হিসাব দিতে এসেছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি বলেন, আমি আপনাদের জন্য কাজ করছি, আপনাদের এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। কে আপনারা, কার দল করেন, এটা আমার জানার বিষয় না। সবাই আমার কাছে সমান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে চতুর্থ পর্যায়ে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারে জনতার প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি এখানে কোনো গ্রুপিং করতে আসিনি, জনগণের জন্য কাজ করতে এসেছি। আপনাদের এখানে (ইতনা ইউনিয়ন) যখন প্রথম এসেছিলাম দলমত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছিলেন। আমি ওরে আলাদা, এরে আলাদা করে কখনও চলিনি, চলতেও চাই না।
এসময় ইতনা ইউনিয়নের ৪ বছরের উন্নয়নমুলক কাজের চিত্র তুলে ধরেন মাশরাফি।
মাশরাফি বলেন, খেলার মাঠের বরাদ্দগুলো সরকারি ভাবে বাতিল করা হয়েছে। এই টাকা গুলো সরকারের নির্দেশনা মোতাবেক ধর্মীয় স্থাপনার উন্নয়নে বরাদ্দ দিয়ে ব্যয় করা হচ্ছে। তারপরেও আমার তহবিল থেকে বরাদ্দ দিয়ে মাঠের সংস্কার করবো।
তিনি বলেন, দায়িত্ববোধের জায়গাটা একটু আলাদা। প্রধানমন্ত্রী আমাকে নড়াইলের মনোনয়ন দিয়ে যখন পাঠিয়েছিলেন, তখন তৃণমূলের নেতাকর্মীদের ওভাবে চিনতাম না। তারপরও সবাই স্বতঃস্ফূর্তভাবে দলকে ভালোবেসে আমার পাশে এসে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সবাই সরাসরি প্রশ্ন করছে, উত্তর পাচ্ছে, নিজেরাই কাজের অগ্রগতি সম্পর্কে জানছে, যেটি আমাকে কাজগুলো সম্পর্কে ধারণা দিচ্ছে।
তিনি আরও বলেন, জনসভাগুলোতে সবসময় নেতারা কথা বলেন, কিন্তু আমার পরিকল্পনাটা একটু ভিন্ন ছিল। জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা, তারা যে কোন বিষয়ে বলুক। সেটা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক, আমার সম্পর্কে বা কোন ইউনিয়নের চেয়ারম্যান সম্পর্কে যাই বলবে তাতে নিজেদের দেয়া প্রতিশ্রুতি কতটুকু পূরন হলো আর কতটুকু বাকি আছে তা জানতে পারবো। দুই বছর করোনা, বেশ কিছু নির্বাচন গেছে সব মিলিয়ে যতটুকু নড়াইলের উন্নয়নে করতে পেরেছি, বাকি কাজগুলোও সময়ের মধ্যে করার চেষ্টা করছি।
লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, ইতানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সিয়ানুক রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন, লোহাগড়া উপজেলা আ’লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাবু/এনএইচ