টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পাড় হতে গিয়ে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে জুলহাস উদ্দিন (৫০) নামে এক রংমিস্ত্রি’র। গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
পুলিশ ও নিহততের পরিবার জানায়, জুলহাস উদ্দিন (৫০) উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা গ্রামের মৃত আয়নাল হোসেনের ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। রাত অনুমান সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
রাতেই তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবু/জেএম