সোনাগাজী নবাবপুর ইউনিয়নে ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। শনিবার (১৮ মার্চ) এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এ আর এম ছালারে জাহান হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সোনাগাজী সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ হোসেন, চট্টগ্রাম নিজামপুর কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হরিসাধন দাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম প্রমুখ।
বাবু/ এনবি