সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চায় ইবি শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১:৫১ PM
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি’, ‘গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো’, ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও’, ‘সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো’, ‘বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও’ লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অতীত ঐতিহ্য অনেক ভালো। বর্তমানে গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে সেটি নষ্ট হয়েছে। ৬ থেকে ৮ মাসেও ভর্তি শেষ হচ্ছে না। ভর্তি হওয়ার আগেই সেশনজটের কবলে পড়ছে শিক্ষার্থীরা।’

শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমার কথা থাকলেও তা কয়েকগুণে বেড়েছে। গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয় একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ করতে পারছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় আগের পদ্ধতিতে ফিরে আসুক।

উল্লেখ্য, আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১২৫ তম জরুরি একাডেমিক কাউন্সিল সভা শুরু হয়েছে। সেখানে কাউন্সিল সদস্যদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইবি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত