আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য বরিশালের গৌরনদীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌরসভার টরকী বন্দরে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, ১নং ওয়ার্ড কাউন্সিলর সিকদার খোকন, স্থানীয় পরিবেশক শিশির কুমার কুন্ডসহ অন্যান্যরা। জনপ্রতি ৪৭০ টাকা প্যাকেজে চিনি, ছোলা, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হয়।
বাবু/ এনবি