নাটোরের বড়াইগ্রামে আহমেদপুর এম.এইচ.উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস সি তে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ন্যাচারাল ফুডস প্রোডাক্ট এর সহযোগিতায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে আহমেদপুর এম.এইচ.উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-০৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহমেদপুর এম.এইচ.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:গোলাম কিবরিয়া,সাবেক প্রধান শিক্ষক মো: আকবর আলী,ন্যাচারাল ফুডস প্রোডাক্ট এর স্বত্বাধিকারী হাফিজুর রহমান ময়না, ম্যানেজিং কমিটির সদস্য মো: শরিফুল ইসলাম ও মোতালেব হোসেন (মিন্টু) প্রমুখ।
বাবু/এনএইচ