সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কালীগঞ্জে আইএফআইসি ব্যাংকের মাইলফলক উদযাপন
রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:১৮ PM
সারাদেশে আইএফআইসি ব্যাংকের সবচেয়ে বেশি শাখা-উপশাখা মাইলফলক হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। 

মঙ্গলবার (২১মার্চ) দিনব্যাপী গাজীপুরের কালীগঞ্জ উপশাখার স্থানীয় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে দিনটি উদযাপন করেছে।

কালীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক নিলয় মন্ডল বলেন,১২৪৩টি শাখা-উপশাখা মাইলফলক হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটি প্রতিবেশি হয়ে ছড়িয়ে পড়েছে জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে, পাড়ায় পাড়ায়। সব উপশাখাতেই নিশ্চিত করেছে ওয়ান স্টপ সার্ভিস।

তিনি আরও বলেন, সুদক্ষ কর্মীবাহিনী, উন্নত প্রযুক্তি, সবার জন্য সবরকম ডেলিভারি চ্যানেল, সময়োপযোগী পণ্য সেবা নিয়ে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাকিং সেবা নিশ্চিত করেছে আইএফআইসি ব্যাংক। আর তারই ধারাবাহিকতাতেই অর্জিত হয়েছে নতুন এই মাইলফলক। আর তাই দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার এই মাইলফলক উপলক্ষে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে উদযাপনের আয়োজন করা হয়।

বাবু/এনএইচ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইএফআইসি   শাখা-উপশাখা   মাইলফলক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত