কক্সবাজারে ৩য় ও ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের নতুন ঘর পাচ্ছে ১ হাজার ৭১টি ভূমিহীন পরিবার। ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন 'মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা'। তাঁর এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার ৮টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৮৫৭টি পরিবারের মধ্যে ইতোপূর্বে ১ম, ২য়, ৩য় পর্যায়ে ১৪২৩ টি গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীনমুক্ত হতে করছেন। বাকি ১'শ ৯২ টি ঘর আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্টানিকভাবে হস্তান্তর এবং উপজেলাকে ভুমিহীন ও গৃহীহীন মুক্ত ঘোষণা করবেন।
আরও জানাগেছে, সেমিপাকা এসব ঘরে দুটি বেড রুম, একটি রান্না ঘর, একটি বাথরুম এবং একটি বারান্দা রয়েছে। এছাড়া এসব পরিবারের জন্য বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ৮'শ ৯২টি ঘর নির্মান করতে চকরিয়া উপজেলার ১নং খাস খতিয়ান থেকে প্রায় ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার করা জমি থেকে প্রতিটি পরিবারকে ২ শতক জমি দলিল এবং খতিয়ানসহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে সেজন্য তিনটি সমবায় সমিতি গঠন করে দেয়া হয়েছে। ১২৯টি পরিবারকে পুষ্টি বাগানের আওতায় আনা হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরে ৪৫জনকে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
এছাড়াও ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর যাতায়াতের সুব্যবস্থার জন্য রাস্তা ও সংযোগ সড়কগুলো ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
বাবু/ এনবি