রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজারে কিশোর গ্যাংয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ইসলাম হৃদয় (২০) মাদারীপুর জেলা সদরের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে মোহাম্মদপুর বাগানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।
ঘটনার পরপরই গুরুতর অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
আহত হৃদয়ের বন্ধু মনির হোসেন বলেন, হৃদয় র্যাব-২ এর সোর্স হিসেবে কাজ করেন। কিছুদিন আগে কিশোর গ্যাংয়ের এক কিশোরকে পুলিশে ধরিয়ে দেয়। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ একা পেয়ে রায়েরবাজার মাজারের সামনে কিশোর গ্যাংয়ের সাত/আটজন তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই।
এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ডাইল্যা হৃদয় (২০), পিঞ্জিরার রাব্বি (১৯), বিপুল (১৮), মো. ফেরদৌস (২০), চায়নাসহ (১৮) অন্যরা জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আমরা জানতে পেরেছি মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হৃদয়কে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাবু/ এনবি