মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ দফায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এসব জমিসহ বাড়ি উদ্বোধন করেন।
আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে সীতাকুণ্ড উপজেলায় তৃতীয় (অবশিষ্ট) ও চতুর্থ ধাপে ১২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। এ পর্যায়ে সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা হলরুমে বড় পর্দায় জমিসহ বাড়িটির উদ্বোধন করা হয়। দুপুরে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ দফায় সারাদেশে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের কাছে জমি ও বাড়ি হস্তান্তর করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম (এমপি)।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
বুধবার উপজেলা হলরুমে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর সীতাকুণ্ড ১২০টি পরিবারের কাছে তাদের গৃহ হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
বাবু/ এনবি