রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ছেলের জন্মদিনে একসঙ্গে কেক কাটলেন শাকিব-বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৪৮ PM

সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেন শাকিব-বুবলী। এ সময় দুজন কেকে কেটে জন্মদিন উদযাপন করেন।  

গতকাল ২১ মার্চ ছিল আলোচিত চিত্রনায়ক শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। বিশেষ এই দিনটিতে ঘরোয়া পরিবেশে শাকিব খানের বাবা-মা ও বোনের উপস্থিতিতে কেক কাটা হয়।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে নায়ক-নায়িকা (প্রাক্তন দম্পতি) এক ফ্রেমে ধরা দিলেও চোখাচোখি হতে দেখা যায়নি কাউকেই। এমনকী প্রকাশিত একাধিক ছবির কোনোটিতেই শাকিবের কোলে বীরকে দেখা যায়নি। তবে কি দূরত্ব বজায় রেখে জন্মদিন উদযাপন করছেন শাকিব-বুবলী? প্রশ্ন নেটিজেনদের।

তবে চোখের সেই প্রশ্নবোধক চিহ্ন নিমিষেই দূরে সরে যায় ভক্তদের শুভকামনা জানানোর বার্তায়। এদিন বুবলীর দেওয়া স্ট্যাটাসের ক্যাপশনে ‘পরিবারের মূল্যবান মুহূর্ত’ ঘিরে মন্তব্যের ভরে ওঠে ইতিবাচক ও প্রশংসাবাক্যে। ছেলের পাশাপাশি প্রাক্তন এই দম্পতিকেও ‘সুখী পরিবার’ বলে অভিহিত করেছেন কেউ কেউ।

এর আগে গতকাল শাকিব খান তার ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’

সন্তানের জন্মদিন উপলক্ষ্যে বুবলীও একটি পোস্ট দিয়েছেন। বুবলী লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’

এর আগে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে ঘরোয়া আয়োজনে দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা গেছে। আব্রাম খান জয় শাকিব খানের বড় ছেলে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাকিব   বুবলী   বীর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত