রাজবাড়ীর বালিয়াকান্দিতে চতুর্থ পর্যায়ে ভূমিহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি হস্তান্তর করা হয়েছে। উপজেলার ১২০ গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসক আবু কায়ছার খান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি মো.হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত প্রানবন্ধু।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা,মুক্তিযোদ্ধা সবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ উপকারভোগীরা।
বাবু/এনএইচ