মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বিদ্যালয়ের ভবন নির্মাণে গাফিলতি
ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:১৯ PM আপডেট: ২২.০৩.২০২৩ ৪:৪৬ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিতে দুই বছরেও শেষ হয়নি রৌহা রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। শ্রেণী পাঠদান কার্যক্রম চালাতে চরম ভোগান্তিতে শিক্ষকরা।

বিদ্যালয় সূত্রে জানাযায়, উপজেলার ৩৩নং রৌহা রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে পি ই ডি পি-৪ কর্তৃক ৬৬ লক্ষ ৬২ হাজার ১২৮ টাকা চুক্তি মূল্য একটি নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। নিলামের মাধ্যমে বিদ্যালয়ের একমাত্র পুরাতন ভবন ভেঙে সেখানে নতুন ভবনের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আখিঁ এন্ড বিথী।

প্রকল্পের মেয়াদ কাল শেষ হলেও অদ্যাবধি কেবলমাত্র দ্বিতলার ছাদ নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি এখনও। ভবন নির্মাণে গাফিলতিতে ভোগান্তিতে পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (২২ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি টিনশেড কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। রবিবার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় টিনশেড কক্ষে  বৃষ্টির পানি প্রবেশ করায় খোলা আকাশের নিচে  চলছে শিক্ষা কার্যক্রম। বৃষ্টির পানিতে অফিসের ভিতরে থাকা প্রয়োজনীয় কাগজ পত্র ভিজে নষ্ট  হয়েছে।

ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তাহসীন ফাতিমা বলেন, আমি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য বার বার অনুরোধ করছি। ভবন না থাকায় বিদ্যালয়ের শ্রেণী পাঠদান দিতে হিমসিম খেতে হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা প্রতিনিয়ত  পিছিয়ে পড়ছি। শিক্ষার্থীদের বিদ্যালয় অনুপস্থিতির হার ও বিদ্যালয় ত্যাগের মনোভাব বৃদ্ধি পেয়েছে যা বিদ্যালয় জন্য হুমকি স্বরুপ।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া সাব ঠিকাদার আশরাফের সঙ্গে  মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কাজ যে হইতেছে এইতো মেলা।

ভবন নির্মাণে দায়িত্বে থাকা  উপ-সহকারী প্রকৌশলী সামছুল বারী জানান, কাজটি পেয়েছে  মেসার্স আখিঁ এন্ড বিথী এন্টারপ্রাইজ ।কাজটি দ্রুত শেষ করার জন্য অফিস কতৃক ঠিকাদার কে বারবার তাগিদ দেয়া হচ্ছে ।

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল লতিফের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ  করার চেষ্টা  করলেও  ফোন রিসিভ করেনি।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে উপজেলা ইঞ্জিনিয়ারকে বার বার তগিত দেওয়া হয়েছে আমার দপ্তর থেকে।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   ভবন নির্মাণ   ভোগান্তি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত