সাতক্ষীরা জেলা কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
বুধবার (২২ মার্চ) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সড়কে র্যালি, কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মো: আসানুজ্জামান, সুপারভাইজার আসাদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং মউশিকের ৩ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাবু/এনএইচ