সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
হাতীবান্ধায় বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:১১ PM

রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যাবসায়ীদের হাত থেকে ভোক্তাদের রক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধায় বাজার মনিটরিং করা হয়েছে। বুধবার দিনব্যাপী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন  বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধুপায়ে ব্যাবসা করার কারণে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে  ২২ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন।

এসময় হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া বাজারে চিরার মিল এলাকায়  মুড়ির কারখানায় কেমিক্যাল মিশ্রিত উপাদান ব্যবহার, অপরিস্কার পরিবেশে মুড়ি উৎপাদনসহ অন্যান্য অপরাধে ২০ হাজার টাকা এবং দইখাওয়া রোডে ২০০ এর অধিক প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ১ টি আড়ৎকে ২ হাজার টাকা ও অন্য আরেকটি দোকানে ৫শ টাকা সহ সর্বমোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন বলেন, রমজান মাসে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাজার   ভ্রাম্যমান আদালত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত