সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
গুরুদাসপুরে ৫৩০০ কৃষক পেলেন প্রণোদনার আউশ ও পাট বীজ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:০১ PM

নাটোরের গুরুদাসপুরে চলতি বছরের খরিপ-১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৩০০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ, পাটের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরন করা হয়েছে।

এ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০ টায় ইউএনও শ্রাবনী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি বক্তব্য শেষে কৃষকদের মাঝে ওই বীজ ও সার বিতরণ করেন।

কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়ার রহমানের সঞ্চালনায় এময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ ও উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস জানায়, আউশ প্রনোদনার আওতায় ৪ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কজি এমওপি সার এবং পাট প্রনোদনার আওতায় ১ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে প্রণোদনার পাট বীজ প্রদান করা হয়।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কৃষক   প্রণোদনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত