শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে হুড়োহুড়িতে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:১৪ PM আপডেট: ২৪.০৩.২০২৩ ২:২৬ PM
পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানে রোজার প্রথম দিনে বিনামূল্যে আটা-ময়দা নিতে হাজির হয়েছিলেন অনেকে। এসময় আটা সংগ্রহ করতে গিয়ে লেগে যায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দায় ঘটে এ ঘটনা। এছাড়া, বান্নু জেলায় একটি আটার মিলের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রমজান মাস উপলক্ষে এই প্রদেশের ৫৭ লাখ মানুষকে বিনামূল্যে আটা-ময়দা বিতরণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরসদ্দায় এক সঙ্গে শত শত মানুষ আটা নিতে ছুটে যাওয়ায় লেগে যায় হুড়োহুড়ি। এতে পদদলিত হয়ে শেল আফজাল নামে একজন নিহত হন। আহত হন অন্তত ৯ জন।

পরবর্তীতের সেখানে বিক্ষোভ শুরু হয়। জেলার উপ-কমিশনার আদনান ফরিদ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আগামীতে গ্রাম পরিষদ পর্যায়ে আটা বিতরণ করা হবে।

এছাড়া অন্য একটি জেলায় দেওয়াল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম গুল খান এবং তার বয়স ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আটার ব্যাগ ছিনতাই ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বাবু/এনএইচ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রমজান    পদদলিত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত