টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর আয়োজনে কালিহাতী পৌরসভার আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) কালিহাতী সদরের জয় বাংলা অঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন।
আরও উপস্থিত ছিলেন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিন্টু সরকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন ও যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশসহ পৌরসভাস্থ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বাবু/এনএইচ