রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
গণহত্যা দিবসে শার্শায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:৫৪ PM
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ‍্র পালে'র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীগণ।

সভায় বক্তারা বলেন, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ‘অপারশেন র্সাচলাইট’ নামের সেই অভিযানে একযোগে গণহত্যা চালায় পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। এদেশের মেধাশূন্য করতে এই হামলা চালানো হয়। আজকের এই দিনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি আমরা।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণহত্যা দিবস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত