রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে মানহানি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:৫৮ PM
মিথ্যা অভিযোগ, পারিবারিক মানহানি, বিভিন্নভাবে হয়রানির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। ভুক্তভোগী পরিবার ও গণ্যমান্য  ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। 

শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদমতলীতে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার শুভাঢ্যা  ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের মো. চাঁন মিয়া।

সংবাদ সম্মেলনে মো. চাঁন মিয়া জানান, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংবাদ প্রচারসহ আমাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেলোয়ার হোসেন। একটা সময় আমার জায়গা জমির ব্যবসায় সহযোগী হিসেবে কাজ করতেন এবং ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন তিনি।

মো. চাঁন মিয়া আরও জানান,  মিয়াগংদের কাছ থেকে একটা জমি আমার নামে পাই, দেলোয়ার হোসেনকে সেই জায়গার সহযোগী দায়িত্ব পালন করতে দেয়া হয়েছিল, কিন্তু সে সেখান থেকে প্রতারণার মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছেন। 

এছাড়াও দেলোয়ার হোসেন বিভিন্ন জায়গা জমি জাল দলিল বানিয়ে সেই জমি স্বল্পমূল্যে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা দাবি চানঁ মিয়ার।

সংবাদ সম্মেলনে এক ভুক্তভোগী রুবেল পাটোয়ারী জানান, দেলোয়ার হোসেন তার কাছ থেকে জমি দেয়ার কথা বলে ২ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু জমি তো দূরের কথা টাকা ফেরত চাইলে তার নামে কথিত কিছু সাংবাদিক দিয়ে মিথ্যে সংবাদ প্রচার করেন ও হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী বাবুল মিয়া জানান, তার সাথেও দেলোয়ার হোসেন জমি দেওয়ার কথা বলে নিয়েছেন প্রায় ৮ লক্ষ টাকা। মনজুর মোরশেদ খান দিয়েছেন ৩ লাখ টাকা, সজিব ১ লাখ টাকা, অ্যাডভোকেট রিনার কাছ থেকে ৩ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন প্রতারক দেলোয়ার হোসেন। এভাবে বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এ বিষয়ে দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কেরানীগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত