টাঙ্গাইল জেলার কালিহাতী থানার অন্তর্ভুক্ত কুরুয়া চৌধুরী বাড়িতে হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল সাপোর্ট অর্গানাইজেশন’র উদ্যোগে শনিবার (২৫ শে মার্চ)। সকাল ১০টার সময় তালিকাভুক্ত ১৩৫ (একশত পঁয়ত্রিশ) দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল ও ১ কেজি করে মুড়ি বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মনছুরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব শফি উদ্দিন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব এস. এম নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও সংস্থার নির্বাহী পরিচালক ব্যারিস্টার বাবুল আক্তার চৌধুরী (বাবু)।
বাবু/জেএম