বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কালিয়ায় এসএমসির সহযোগীতায় মা সমাবেশ অনুষ্ঠিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৬:৪০ PM
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজেই শিশুদের যত্ন নিই, দেশ গঠনে সহায়তা করি- শ্লোগানকে সামনে রেখে কালিয়ায় শিশুদের ওজন, উচ্চতা পরিমাপ করে কার্ড বিরতণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ই মার্চ) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বড়দিয়া নবগঙ্গা সুপার মার্কেটে সরকার মেডিকেলে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্লু-ষ্টার প্রভাইডার জগদীশ চন্দ্র সরকারের আয়োজনে ও এস,এম,সি'র সহযোগীতায় অনুষ্ঠিত মা সমাবেশে চিকিৎসা সেবা প্রদান করেন ব্লু-স্টার সেবা দানকারী মা ও শিশু রোগে বিশেষ ট্রেনিং প্রাপ্ত জগদীশ চন্দ্র সরকার এবং খুলনা থেকে পুষ্টিবিদ ডা: অভিজিৎ মৃধা, এসএমসি খুলনা ট্রেনিং টিম এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মুজাহিদ হোসেন প্রমুখ।
 
এ সময় শূন্য থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা মেপে অপুষ্টি নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা ও চিকিৎসা দেওয়া হয় এবং ১ শত টাকায় রেজিষ্ট্রেশন করে আগামী ৫ বছর পর্যন্ত গ্রোথ মনিটরিং সেবা ফ্রী দেওয়ার কার্ড প্রদান করা হয়।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মা সমাবেশ   অনুষ্ঠিত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত