পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় ভোক্তাধিকার আইনে পৃথক পৃথক অভিযানে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে উনিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার জগৎপট্টি ও জগন্নাথকাঠি বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার ঘুরে ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং ভোক্তাধিকার পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় ওই অভিযানে নেতৃত্ব দেন। মোটা কাগজ দিয়ে মিষ্টির প্যাকেট তৈরি, মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন, নোংরা নোংরা পরিবেশে খাবার তৈরি, এবং অপরিস্কার ও অপরিচ্ছন্নতার অপরাধে জরিমানা করা হয়। অভিযানে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার, শ্রীধাম সাহা মিষ্টান্ন চার হাজার, ঘোষ মিষ্টান্ন চার হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে একই অপরাধে গজতপট্টি বাজারের দারুচ্ছুন্নাত মুসলিম সুইটমিটকে তিন হাজার, সাতক্ষীরা দুই হাজার এবং জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতাসহ আইন মেনে তাদেরকে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম