শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন সোমবার লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও দুইজন দরিদ্র খাসিয়া নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উপহারের নির্মাণাধীন দুটি ঘরও পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, লাউয়াছড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন স্কুলটির সংস্স্কার করে দেয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেন।
পরে তিনি প্রধানমন্ত্রীর উপহারের দুটি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন এবং উপজেলা প্রকৌশলীর সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রধান (মন্ত্রী) ফিলা পতমি উপস্থিত ছিলেন।
বাবু/জেএম