সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ভার‌তে পাঠা‌নোর না‌মে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৩:৩২ PM
ধর্ষণের অভিযোগে (র‌্যাব ৬) এক  যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক মো. শরিফুল ইসলাম ওই উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ভিকটিম নড়াইল জেলার দরিদ্র একটি পরিবারের সদস্য। শারীরিক সমস্যার কারণে উন্নত চিকিৎসার জন্য স্বল্প খরচে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার জন্য লোক মারফত আসামির সাথে পরিচয় হয়। শরিফুল ভিকটিমকে স্বল্প খরচে ভারতে পাঠানোর জন্য ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। ওইদিন বিকেলে মহেশপুর বাজার হতে ভিকটিমকে নিয়ে এক বাড়িতে রাখা হয়। গভীর রাতে ভারতে পাঠিয়ে দেওয়ার কথা বলে আসামি পরিকল্পিতভাবে রাতে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে থানায় আসামির বিরুদ্ধে অপহরনসহ ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় আত্নগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   যুবক   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত