শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার বকনা বাছুর বিতরণ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:৪৯ PM
পটুয়াখালী জেলার বৃহত্তর গলাচিপা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রথম পর্যায়ে গরীব ৯ জন মৎস্যজীবির মাঝে শুক্রবার বেলা ১২টায় উপজেলা মৎস্য অফিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। 

এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এসএম শাহজাদার মনোনীত প্রতিনিধি ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজিজুর রহমান (বাবুল ভূইয়া), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আকরামুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সাবু ও মৎস্য জীবিলীগ নেতা নূর সাইদ প্রমুখ।

বকনা বাছুর বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরিব প্রান্তিক জেলেদের অর্থনৈতিক পুনর্বাসন সহ চাল বিতরণ করছেন। সরকারের মৎস্য নিধন জাটকা ইলিশ, সকল নিষেধাজ্ঞাগুলো পালনসহ উপহারের এই বকনা বাছুর লালন পালন করে আর্থিকভাবে সাফল্য অর্জনের জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বাছুর   বিতরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত