শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বোয়ালমারীতে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৭:১৪ PM
ফরিদপুরের বোয়ালমারীতে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে ঐ চোরকে আটক করতে গিয়ে আরও ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় এখন পর্যন্ত মোটরসাইকেল চোর চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পলাতক চোরসহ চোর চক্রের সকল সদস্যদের আটকের জন্য কঠোর নজরদারী ও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মধুখালী সার্কেলের সিনিয়র এএসপি সুমন কর। জানা যায়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বিপ্লব নামে এক ব্যক্তির একটি মোটরসাকেল চুরির অভিযোগের ভিত্তিতে বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের অমৃত নগর এলাকার মেম্বারখ্যাত মফিজ মোল্ল্যা নামক এক ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫শে মার্চ শনিবার বোয়ালমারী পৌর বাস টার্মিনালে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃত নগর এলাকার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল নামক এক ব্যাক্তির কাছে চুরি হওয়া মোটরসাইকেলটি দেখতে পায় মোটরসাইকেলের মালিক বিপ্লব। পরে বিপ্লব মোটরসাইকেলটি নিজের দাবি করলে ওই মোটরসাইকেল আরোহী শহিদুল গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। বিপ্লব ঘটনাটি বোয়ালমারী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক আরও ব্যাপক অনুসন্ধান চালিয়ে শহিদুলের পাশ্ববর্তী মফিজ মোল্যার বাড়ি থেকে আরও ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় ৫টি মোটরসাইকেল নিয়ে ঐ চোর চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জানান, এ বিষয়টি আমি সহ আমার সকল অফিসারবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সহিত খতিয়ে দেখছি। আশা করছি অতি দ্রুত চোর চক্রের সকল সদস্যদের আইনের আওতায় আনতে সক্ষম হবো। এ বিষয়ে মধুখালী সার্কেলের সিনিয়র এএসপি সুমন কর জানান, ঘটনাস্থলে চোর চক্রের সদস্যদের পাওয়া না গেলেও একটি সিন্ডিকেট এখানে রয়েছে বলে জানতে পেরেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিবো। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আপাতত থানায় জব্দ তালিকায় রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মোটরসাইকেল   উদ্ধার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত