বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
জবির রসায়ন অ্যালামনাই
অস্বচ্ছল শিক্ষার্থীদের ১ লাখ টাকা অনুদান
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৮:৪৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের ১ লাখ টাকা অনুদান দিয়েছে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার (৩১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে রসায়ন বিভাগ অ্যালামনাইয়ের ইফতার ও মতবিনিময় সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

এসময় অ্যালামনাইয়ের পক্ষ থেকে বলা হয়, যারা অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এ ১ লাখ টাকা অনুদান দেয়া হলো। এছাড়া আরো যারা সমস্যায় রয়েছে আমাদের অ্যালামনাইকে জানালে তা দেখব।

অনুষ্ঠানে অ্যালামনাইয়ের মীর মাহবুব হাসানের সভাপতিত্বে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ, অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যাপক ড. লোকমান হোসাইন, ড. নাফিস রহমান, অপর্ণা সরকারসহ আরো অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া অ্যালামনাইয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান বলেন, ২০২২ সালে আমাদের রসায়ন বিভাগ দেশের সেরা নির্বাচিত হয়। এটা আমাদের জন্য গর্বের। অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য আপনাদেন এ প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। বিভাগের উন্নয়নে সবাইকে পাশে চাই।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   অনুদান   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত