মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মৌলভীবাজার পুলিশ লাইন্সে বার্ষিক অগ্নি-নির্বাপণ মহড়া
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫:৫৫ PM
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার পক্ষে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৩ এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়। 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় পুলিশকেই সবার আগে এগিয়ে যেতে হয়। তাই প্রত্যেক পুলিশ সদস্যের অগ্নি নির্বাপণ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। 

এই অগ্নি নির্বাপণ মহড়ায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   অগ্নি-নির্বাপণ   মহড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত