সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে থানা এবং পৌর নের্তৃবৃন্দের সাথে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বরগুনার হোটেল সিভিউতে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বরিশাল স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুল আলম পিন্টু, বরগুনা জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল প্যাদা প্রমূখ। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার সদস্য সচিব নাসির উদ্দিন।
-বাবু/এ.এস