রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:৩২ PM

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের 'সত্য ও সুন্দর সমাজ বিনির্মাণ' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রানা আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সনেটের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম আমীন, দুর্নীতি দমন কমিশন কেরানীগঞ্জের সদস্য কাওসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিজয় ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ খান, দপ্তর সম্পাদক এনামুল হাসান, নির্বাহী সদস্য  শিপন উদ্দিন, বশির আহম্মেদ, হেলাল উদ্দিন, আরিফ সম্রাট, ইব্রাহিম প্রমুখ।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সনেট বক্তব্যে বলেন, সাংবাদিকদের সত্যবাদী হতে হবে। বস্তুনিষ্ঠতার জায়গা থেকে যা সত্য তাই সাংবাদিককে প্রচার করা খুবই জরুরি। অদৃশ্য এক ভয়ের কারণে সাংবাদিকরা যেমন সব সত্য প্রকাশ করতে পারছে না। তেমনি আমরা শিক্ষকরাও সব সত্য বলতে পারছি না। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রত্যয় গ্রহণ করতে হবে।

সহসভাপতি রানা আহমেদ বলেন, সংবাদপত্র জাতির দর্পণ। এই দর্পণকে আড়াল করার জন্য দৃশ্যমান এক শক্তি কাজ করছে। সাংবাদিকরা সকল ভয়ভীতি দূর করে সংবাদ লিখে যাবেন 'এটাই প্রত্যাশা'। আপনারা সব সময় সত্যের পথে থাকবেন। সত্যের পক্ষে থাকতে সংখ্যা কোনও বিষয় না। একজন হলেও সত্যের পক্ষেই থাকা উচিত।

আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত