গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটককৃত চোর গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস।
বাড়ির মালিক তাপস বিশ্বাসের স্ত্রী লক্ষী বিশ্বাস জানান, তিনি ও তার স্বামী নিজেদের কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ করতে গেছিলেন। কীটনাশকে কিছু কম পড়লে লক্ষী বিশ্বাস বাড়ীতে আসেন টাকা নিতে কীটনাশক ক্রয়ের করার জন্য। ঘরের দরজায় তালা লাগানো খুলতে গিয়ে দেখেন তালা ভাঙ্গা কিন্তু দরজা লাগানো। দরজা ছিল ভিতর দিয়ে আটকানো। তালা ভাঙ্গা এবং দরজা আটকানো দেখে লক্ষী বিশ্বাসের সন্দেহ হয়,ঘরে হয়তো চোর ঢুকেছে।
আশপাশের লোকজন ডাকতেই ঘরে ভিতরে রাখা আসবাবপত্র ও আলমারী ভেঙ্গে ভিতরে রাখা স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে জানলা দিয়ে বেরিয়ে পড়ে। চোর লক্ষী বিশ্বাসেকে হুমকি দিয়ে বলে কাউকে ডাকাডাকি করলে জানে মেরে ফেলবো।
লক্ষী বিশ্বাস চোরকে ধরার জন্য টানাহেঁচড়া করেন। এ সময় চোর লক্ষী বিশ্বাসের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। লক্ষী বিশ্বাসের চিৎকারে স্থানীয় লোকজন চোরকে ধাওয়া করলে চোরে নিয়ে আসা মটরবাইকে পালানোর চেষ্টাকালে এলাকার জনগণ চোরকে ধরে মোটরবাইক সহ পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গার হাট পুলিশ ফাঁড়ির আইসি ওমর ফারুক জানান, স্থানীয়রা এক চোরকে পুলিশে দিলে পুলিশ তাদের আটক করে কোটালীপাড়া থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-বাবু/এ.এস